আলমগীর হোসেন বাচ্চু,বুড়িচং,কুমিল্লা:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যােগে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মঈণ উদ্দিন ও সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন উচ্ছেদের পর তদারকির অভাবে আবারো সরকারি জমি দখল করে স্থাপনা করে কতিপয় অসাধু ব্যক্তি।