বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। এ জন্য এক মাস ধরে চন্ডিগড়ে বিয়ের জন্য উপযুক্ত স্থান খুঁজতে শুরু করেছেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, কিয়ারা-সিদ্ধার্থ প্রথমে গোয়ায় বিয়ের কথা ভেবেছিলেন। পরে সিদ্ধার্থের বড় পাঞ্জাবি পরিবারের কথা ভেবে সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন।
সিদ্ধার্থ-কিয়ারা সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এটা এখন ওপেন সিক্রেট। কয়েকদিন আগে বলিউড সুপারস্টার সালমান খান বিয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছিলেন সিদ্ধার্থকে। তাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন অক্ষয় কুমারও।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিয়ের পর মুম্বাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন সিদ্ধার্থ-কিয়ারা। বর্তমানে বিয়ের প্রস্তুতি ও ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ জুটি।