ষ্টাফ রিপোর্টার: বিশ্ব পোলিও দিবস উদযাপন উপলক্ষে ২৪ অক্টোবর সোমবার সকাল ৯ টায় রোটারী ক্লাব সিলেট এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী টি সিলেট শহরের মানিক পীর টিলার পাশে জালালাবাদ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে জালালাবাদ হাসপাতাল মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে
সভাপতিত্ব করেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এম আতাউর রহমান পীর, এরিয়া ডিরেকটর পি পি হানিফ মোহাম্মদ,সুরমা এবং কুশিয়ারা জুনের ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ সহ ৩২৮২ সকল রোটারী ক্লাবের রোটারিয়ান গণ।