July 9, 2025, 5:15 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

বিশৃঙ্খল গণপরিবহণ: শৃঙ্খলা ফেরাতে সঠিক পদ্ধতির প্রয়োগ জরুরি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, February 8, 2025
  • 40 দেখা হয়েছে

সম্পাদকীয়
অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরেই দেশের সড়কগুলোয় চলাচলরত গণপরিবহণে কোনো শৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিগত সরকার বেশকিছু পদক্ষেপ নেওয়ার দাবি করেছিল; কিন্তু আদতে সেসব কাগজে-কলমেই ছিল, বাস্তবায়ন আর হয়নি। অন্তর্বর্তী সরকারও রাজধানীসহ সারা দেশে সড়কে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিয়েছিল। বেশকিছু পদক্ষেপ নেওয়াও হয়েছিল। পরিতাপের বিষয়, নানামুখী চাপে সারা দেশে, বিশেষ করে রাজধানীতে সেসব উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে শুক্রবার যুগান্তরের খবরে প্রকাশ-রাজধানীর গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কমিটি যেসব নির্দেশনা দিয়েছিল, দেখা যাচ্ছে, সেসব নিয়মের তোয়াক্কা না করে নিজেদের মতো করে সড়কে বাস পরিচালনা করছে মালিকপক্ষ। এমন অভিযোগও উঠেছে, এ অনিয়মে সরাসরি সহযোগিতা করছে ঢাকা মহানগর পুলিশ।
Advertisement

গণপরিবহণের বিশৃঙ্খলার কারণে ঢাকায় যানজট বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। রয়েছে পরিবহণের অসুস্থ প্রতিযোগিতা; এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অকালে ঝরে যাচ্ছে বহু প্রাণ। পঙ্গুত্ববরণ করে প্রতিবছর দুর্বিষহ যন্ত্রণার জীবন বরণ করছেন শত শত মানুষ। বাস রুট রেশনালাইজেশন কমিটির সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম হচ্ছে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া রুটে শুধু নির্ধারিত কোম্পানির বাস চলাচল করতে পারে। ফলে সড়কে অসুস্থ প্রতিযোগিতা থাকে না। যাত্রীরা শৃঙ্খলিতভাবে টিকিট কেটে বাসে চলাচল করেন। অর্জিত মুনাফা কোম্পানিগুলোকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। তবে এ সুবিধা পেতে সব রুটে একত্রে তা চালু করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বাস রুট রেশনালাইজেশন ছাড়া ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরানোর বিকল্প কোনো পথ নেই। এক্ষেত্রে যে কমিটি রয়েছে, তাদের মাধ্যমেই এর সমাধান খুঁজতে হবে। পুলিশের কেউ কেউ পরিবহণ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তারা যেন নিজ স্বার্থের কারণে নগরবাসীকে জিম্মি না করতে পারেন, সেজন্য পরিবহণ মালিক এবং পুলিশের বিষয়গুলো সরকারকে কঠোরভাবে জবাবদিহির মধ্যে আনতে হবে। আমরাও মনে করি, যানজট কমাতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে সড়কে সব ধরনের যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনার বিকল্প নেই। বিশেষ করে বাসের মতো গণপরিবহণ যেভাবে সড়ককে বিপজ্জনক করে তুলেছে, এর অবসানে বাস রুট রেশনালাইজেশনের মতো বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি প্রয়োগই কার্যকর উপায়। নাগরিকদেরও এ ব্যাপারে করণীয় রয়েছে; শৃঙ্খলা রক্ষায় তাদেরও রয়েছে দায়িত্ব। একইসঙ্গে পরিবহণ খাতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য বন্ধে সড়কে মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিযুক্ত যানবাহন তুলে দিয়ে মানসম্মত যানবাহন নামাতে পরিবহণ মালিকদের বাধ্য করা, চালকসহ সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ ও পরীক্ষার মাধ্যমে কাজের অনুমতি প্রদান, যাত্রীসাধারণকে সড়কে সঠিকভাবে চলাচলে বাধ্য করা; এসবের ব্যত্যয় ঘটলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার মতো বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আমরা দেখার অপেক্ষায় আছি, রাজধানীসহ দেশের সড়কগুলোয় যে অব্যবস্থাপনা বিরাজমান, কত দ্রুত তার অবসান ঘটে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102