March 12, 2025, 3:35 pm
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

বিয়ের আগ্রহ হারাচ্ছে চীনা তরুণ-তরুণীরা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, July 4, 2023
  • 90 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
বিয়ে করলে সরকারি নানা সুযোগসুবিধা পাওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও বেকারত্ব এবং আর্থিক অনিশ্চয়তার কারণে চীনা তরুণ-তরুণীরা বিয়ে এবং পরিবার শুরু করার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না। চীনের সিভিল এফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় গত মাসে জানিয়েছে যে দেশটিতে নতুন বিয়ের সংখ্যা গত ৩৭ বছরের মধ্যে সর্বনিম্নে গিয়ে ঠেকেছে।
চীনের উত্তরের প্রদেশ সাংসির বাসিন্দা জিনহি হু। ২৯ বছর বয়সী এই স্কুল-শিক্ষকের কাছে বিয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না।

যদিও তার বাবামা এই বিষয়ে তাকে চাপ দিয়ে যাচ্ছেন এবং গত তিন বছরে অন্তত ২০টি ‘ব্লাইন্ড ডেটে’ পাঠিয়েছেন, তাসত্ত্বেও জিনহির জীবনে কোন পরিবর্তন আসেনি। তিনি বিয়ে করার আগ্রহ পাচ্ছেন না।

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘বিয়ে করা না করা স্বাধীনতার ব্যাপার। সবার যত দ্রুত সম্ভব বিয়ে করার প্রয়োজন নেই’’।

জিনহি একা নন। চীনের সিভিল এফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় গত মাসে জানিয়েছে যে দেশটিতে নতুন বিয়ের সংখ্যা গত ৩৭ বছরের মধ্যে সর্বনিম্নে গিয়ে ঠেকেছে। গত আট বছর ধরেই বিয়ের হার কমতির দিকে রয়েছে। গতবছর দেশটিতে মাত্র ৬৮ লাখ ত্রিশ হাজার দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বিশেষ করে গত শতকের নব্বইয়ের দশকে এবং চলতি শতকের প্রথম দশকে জন্ম নেয়া নারীদের মধ্যে বিয়ে করার আগ্রহ বেশ কম। চীনের আদমশুমারি অনুযায়ী, ২০২০ সালে বিয়ের গড় বয়স ছিল প্রায় ২৯ বছর যা ২০১০ সালের তুলনায় চার বছর বেশি।

লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ইয়ে ল্যু মনে করেন, চীনে কর্মক্ষেত্রে এখনো লিঙ্গ বৈষম্য ব্যাপকভাবে রয়ে গেছে। একজন নারীকে নিয়োগের ক্ষেত্রে তার সন্তানসম্ভবা হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন পড়বে কিনা সেটা বিবেচনায় নেয়া হয়।

ফলে অনেক নারী ক্যরিয়ার এবং পারিবারিক জীবনের মধ্য থেকে কোনো একটি বেছে নিতে বাধ্য হচ্ছেন বলে মনে করেন তিনি।

ইয়ে বলেন, ‘‘যখন নারীরা শিক্ষার পেছনে দীর্ঘ সময় ব্যয় করেন তখন স্বাভাবিকভাবেই তারা বিয়ে এবং মাতৃত্বে প্রবেশের জন্য একটি বেশি বয়স অবধি অপেক্ষা করেন।’’

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, চীনে সন্তান জন্মদেয়ার হার ১৯৮০র দশকে ২.৬ শতাংশ ছিল, ২০২১ সালে তা কমে দাঁড়িয়েছে ১.১৫ শতাংশ। গত প্রায় ছয় দশকের মধ্যে গতবছর থেকে জনসংখ্যা কমতে শুরু করেছে দেশটিতে। এই হিসেব থেকে অবশ্য ২০০৩ সাল বাদ দেয়া হয়েছে কেননা সেবছর ভয়াবহ এক মহামারীতে মানুষ জন্মের চেয়ে মৃত্যু বেড়ে গিয়েছিল এশিয়ার দেশটিতে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102