স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মিজানুুর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমানের যৌথ স্বাক্ষরে গত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজুকে আহ্বায়ক ও মোহাম্মদ ফজলুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৯০ দিনের মধ্যে কার্যকরী কমিটি গঠন করতে হবে। ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ আবু বকর চৌধুরী, সদস্য যথাক্রমে মোহাম্মদ খলিল উল্লাহ, মোহাম্মদ অলি উল্লাহ, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. আরিফ জামসেদ, কমল জ্যোতি বড়ুয়া ও মোহাম্মদ আবু তাহের।