নিজস্ব প্রতিবেদক ,কুমিল্লা:
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছন লন্ডন থেকে বাংলাদেশ কোন পথে যাবে এটা নতুন করে ফয়সালার প্রয়োজন নেই। সেই ফয়সালা ১৯৭১সালে হয়ে গেছে। তিনি বলেন বিএনপি সমাবেশ করছে কথার ফুলঝুড়ি ছড়াচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন একজন শিক্ষক কিভাবে একবড় নিলজ্জ্ব মিথ্যাবাদী হয়। তা মির্জা ফখরুলের কথা শুনলেই বুঝা যায়। সকাল বিকাল ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে মির্জা ফখরুলরা।
তিনি বলেন মানবতার নামে এখন মায়া কান্না কাদেন। স্বপ্ন দেখছেন যে কচু পাতার পানি ধাক্কা মেরে ফেলে দেবেন। এটা আওয়ামীলীগ ।যার শিকড় অনেক শক্তিশালী। তিনি আরো বলেন সন্ত্রাসী তারেক রহমানকে কখনো বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনবে না।
তিনি আজ শনিবার সকালে সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি,
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মফিজুল ইসলাম বাবলুসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
দুপুরে সম্মেলনের উদ্বোধক ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ,হ,ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি।