July 9, 2025, 12:06 pm
ব্রেকিং নিউজ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা খুলনা প্রেসক্লাব থেকে বেরিয়ে শুনি প্রেস সচিব অবরুদ্ধ: ফয়েজ আহম্মদ

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় শম্ভুর জামিন নামঞ্জুর

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, May 22, 2025
  • 27 দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:বরগুনা জেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক খাদ্য উপমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার তাকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মনিরুজ্জামান এ আদেশ দেন।

এদিকে শম্ভুকে আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমীন।

জানা যায়, বুধবার ঢাকা থেকে শম্ভুকে বরগুনা কারাগারে আনা হয়। বৃহস্পতিবার দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর। শম্ভুকে কারাগারে নেওয়ার সময় বিএনপির কিছু নেতা তাকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারতে দেখা যায়।

পিপি মো. নুরুল আমীন সাংবাদিকদের বলেন, শম্ভু একজন দুর্নীতিবাজ। তার কোনো জনপ্রিয়তা ছিল না। ভোট চুরি করে পাঁচবার এমপি হয়েছেন। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে পরাজিত হয়েছেন।

পিপি বলেন, শম্ভু যদি জনপ্রিয় হতেন তাহলে জনগণের এত ক্ষোভ থাকবে কেন? তাকে পঁচা ডিম মারবে কেন? তাকে বরগুনার মানুষ চায় না।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর ২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম শম্ভুকে গ্রেফতার করে। পরে তাকে নিউমার্কেট থানার আন্দোলন চলাকালে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়াও আশুলিয়া থানার অন্য একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে দুদকের একাধিক মামলা রয়েছে।

আসামির আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর বলেন, আমরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করব।

এর আগে বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম বাদী হয়ে বরগুনা থানায় ৩০ মে ১৫৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১৭ মার্চ আসামিরা বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছেন। এ মামলায় শম্ভু প্রধান আসামি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102