স্বপন মজুমদার, বাহরাইন থেকে
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন নাঈম শাখার উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সার্বিক সহযোগিতায় (৫ম বর্ষ) শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী পূজায় দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত এ পূজা আয়োজন করে যাচ্ছেন সনাতনী প্রবাসীরা। বোধন-অধিবাস, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও আরতির মধ্য দিয়ে শুরু হয় বাংলা ভাষাভাষী সব সনাতনীদের প্রধান এই ধর্মীয় মহোৎসবটি।
দেশটির হামালায় রুমি সুইমিংপুলের হলরুমে ১ অক্টোবর রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাহরাইন নাঈম শাখার উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সার্বিক সহযোগিতায় ৫ বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছে। পূজা আয়োজনের জন্য পূজা কমিটিকে সহায়তা করে বাংলাদেশ দূতাবাসসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো। আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিনাশ পাল, পূজা কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার যিশু।
উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর, পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু দুলাল দাশ, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার, হিন্দু মহাজোটের সহ-সভাপতি মানিক দাশ, বিশ্বজিত দও, রণজিত সরকার, জহরলাল দাস, অজয় দাশ, গৌরহরি দে, সুবীর দও, অসীম পাল, আশিষ দে, রতন ধর, দিপু দেব, বাসু দেব, উজ্জল, দিপক, সাজন, সঞ্জয়, সংকর, শান্ত, নকুল সূত্রধরসহ সংগঠনের নেতারা।