শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় বাসের ধাক্কায় অটোরিকশা ছিটকে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে আনিস নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় এ ঘটনায় অটোরিকশা চালক আসাদুল হক (৩৫) তার স্ত্রী লাভলী (২৫) ও সন্তান লাবিব আহত হয়েছেন। রোববার দুপুরে পৌরসভার জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে।আনিস (৩০) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
নিহত আনিস নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মোজার বাজার এলাকার মৃত নজু মদ্দিনের পুত্র। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। আহতরা একই ইউনিয়নের পোলাদেশী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস নকলার জালালপুরু এলাকায় নকলাগামী ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়েমুচরে রাস্তার পাশে খাদে পড়ে যায় অটোরিকশাটি। এদিকে প্রাইভেটকারের একাংশ দুমড়েমুচরে যায়।
এ ঘটনায় অটোরিকশায় থাকা অটোচালক আসাদুল, তার স্ত্রী লাভলী, সন্তান লাবিব ও যাত্রী আনিস আহতে হলে স্থানীয়রা উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আনিসকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্যান্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, নিহত আনিস নকলা পৌর শহর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে বাড়ি ফেরার পথে জালালপুর এলাকায় শেরপুর থেকে ঢাকাগামী দ্রুতগামী বাসের ধাক্কায় অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী আনিস। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।