বান্দরবান প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবান শহরে জেলা বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মিসেস মাম্যাচিং।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লুসাই মং এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার।
বক্তারা বলেন, আমরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এবং তাদের দোসরদের বিচার দেখতে চাই। একই সঙ্গে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক সেটিও চাই।