আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পানি ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। জীবনধারণ, ইতিহাস-ঐহিত্য, সংস্কৃতি সবই পানি, নদী কেন্দ্রিক। নদীর ভাঙা গড়ার ভেতর দিয়েই প্রবাহিত হয়েছে মানুষের জীবনধারা। পৃথিবীর সূচনা হতে আদি সভ্যতা ও মনুষ্য বসতি গড়ে ওঠেছে নদী কেন্দ্রিক। নদী তীরেই গড়ে ওঠে
প্রাচীন শহর-সভ্যতা।
আবহমানকাল থেকেই এদেশের মানুষের জীবন-জীবিকা নদী নির্ভর। দেশের সভ্যতা, কৃষ্টি-সংস্কৃতি ও জীবন জীবিকার ক্ষেত্রে অন্যতম নিয়ামক হলো নদী। নদ নদীকে ঘিরেই গড়ে উঠেছে যুগ-যুগান্তরের সভ্যতা। দেশে নদী ছড়িয়ে আছে জালের মতো, নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মানুষের জীবন। নদীর জলে অবগাহন, নদীর জলে চাষাবাদ, মিঠা পানির মাছ, নদী কেন্দ্রিক যোগাযোগ যুগে যুগে দেশকে করেছে সমৃদ্ধতর। কেবল ভূখণ্ড সৃষ্টি আর দেশকে সুজলা-সুফলা, শস্য-শ্যামলাই করেনি নদী; শুধু নয় বাংলার, বিশ্বের প্রায় সব সভ্যতার বিকাশও ঘটিয়েছে নদী।
সবার প্রত্যাশা নদ নদী রক্ষায় সরকারের কর্মপরিকল্পনা সঠিকভাবে দ্রুত বাস্তবায়ন করা হলে নদী বাঁচবে, রক্ষা পাবে জীববৈচিত্র, বাড়বে নদী কেন্দ্রিক যাতায়াত, পর্যটন, ব্যবসা বাণিজ্য, গতি ফিরবে দেশের অর্থনীতিতেও।