April 5, 2025, 9:33 am
ব্রেকিং নিউজ
১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান -২০২৪

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, December 14, 2024
  • 43 দেখা হয়েছে

চাইথোয়াইমং মারমা বিশেষ প্রতিবেদক:

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে উদ্যােগের আচরিয়া গুরুপূজা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রা ঙ্গণে আচরিয়া গুরুপূজা অনুষ্ঠানের প্রধান অতিথি নাই ক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্য ক্ষ পরম পূজনীয় মহাসংঘনায়ক ভদন্ত আসাবা মহাথের। এ আচরিয়া গুরুপূজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত নাইন্দাওয়াসা মহাথের সহ তিন পার্বত্য জেলা হতে বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রধান অধ্য ক্ষ অংশগ্রহণ করেন, এ আচরিয়া গুরুপূজা অনুষ্ঠানে মোট ভিক্ষু ভান্তে ১৩৭ জন মহাথের ছিলেন। ধর্মদেশনায় সূত্র পাঠ গৌতম বুদ্ধের ত্রিপিটক জাতক সকলে উপাসক উপাসিকা উদ্দেশ্য দেশনায় দেন মংডু বিহার মহাথেরো। বিকাল ৩ টায় অথিথি ভান্তেরা বা ভিক্ষুরা সারিবদ্ধ করে যার যার আসন গ্রহণ করেন। অতিথি ভিক্ষু ভান্তেদেরকে বুদ্ধধর্মের ল ম্বীরা উপাসক উপাসিকারা ২ হাত প্রার্থণা করে স্বাগত মধ্যে দিয়ে প্রণাম করা হয়। এ ধর্মীয় অনুষ্ঠানে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান বা দায়ক আদোমং মারমা স্বাগত বক্তব্য রাখেন। এলাকার বিভিন্ন এলাকার হতে আগত দায়ক দায়িকাসহ স্থানীয় দায়ক দায়িকারা শত শত উপস্থিত ছিলেন। এ আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান হচ্ছে, গৌতম বুদ্ধের বাণী অনুসারী সিনিয়র প্রবীন গুরু ভান্তে মহাথের কে ফুল পূজা আহার পূজা প্রদীপ জ্বল পূজা সহ দানের মাধ্যমে আচরিয়া পূজা করতে হয়। এর পর দায়ক দায়িকারা সকল মহাথের ভান্তে অতিথিদের কে আহার পূজা দান প্রদীপ পূজা ছোয়াং সহ ফুল পূজা দান করা দেখা যায়। দক্ষিণঅঞ্চলে রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা সর্ব প্রথম বড় ধরনের হেডম্যান পাড়া কেন্দীয় বৌদ্ধ বিহার দায়ক দায়িকা আয়োজন আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মংডু বিহার মহাথের দেশনায় ধর্ম বর্ণ নির্বিশেষে বি শ্বের সকল জাতি সম্প্রদায় উপর শান্তি শৃঙ্খলা পরিবেশের বসবাস করুক এটা গৌতমবুদ্ধের কাছে প্রার্থণা করা হয়। সব্বে স ত্তা সুখীতা হোন্ত,জগতের সকল প্রাণী সুখী হউক। সাধু-৩ শেষে পঞ্চশীল অস্টশীল প্রার্থণা মধ্যে দিয়ে আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান শান্তি পূর্ণ শেষ করা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102