চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ক্ষুদ্র -নৃ গোষ্ঠী সংস্কৃতি ক্লাব ১ম বর্ষপূর্তি উদযাপিত অনুষ্ঠিত হয়। ৩ তারিখ সকাল ১০ টায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সংস্কৃতি ক্লাবের সদস্য সদস্যা তরুর তরুনী লাইনে জড়ো হয়ে প্রধান অতিথি অংসুইপ্রু চৌধুরী কে ফুল ছিটিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।বিশেষ অতিথি সদস্য জেলা পরিষদ নিউচিং মারমা উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ৩নং বা ঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা ২নং গাইন্দ্য্য ইউপি চেয়ারম্যান পুচিমং মারমা ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান ক্যসুইথুই চৌধুরী প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী ওর্য়াড জনপ্রতিনিধি মেম্বার কারবারী বিভিন্ন পেশাজীবি রাজনৈতিক নেতৃবৃন্দ সভাপতি অংসিংনু মারমা ও শির্ক্ষাথীসহ সাংবাদিক মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা উপস্থিত ছিলেন। এসময় সঞ্চলনায় সাধারণ সম্পাদক অংক্যসিং মারমা মাধ্যমে পরিচালিত হয়। বাঙ্গালহালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ক্লাবের লক্ষ্য উদেশ্য এলাকার যুবক তরুন তরুনীরা লেখা পড়া পাশাপাশি নিজের ঐতিহ্য সংস্কৃতি ভাষা রক্ষা তুলে ধরে এলাকার প্রসারিত গড়ে তুলতে হবে। এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের কে উপবৃত্তি প্রদান করা। প্রতিটি মারমা নিজ এলাকার গ্রামে পিছিয়ে পড়া লেখা পড়া বিকশিত গড়তে সার্বিক সহযোগিতায় প্রদান করা। নিজ মারমা জাতি সামনে ঐতিহ্য সংস্কৃতি এগিয়ে তুলে ধরে বিভিন্ন প্রান্তের ছড়িয়ে দেয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ক্লাব ভবিষ্যৎ উন্নতি ধারাবাহিক অব্যহত রাখা। ১৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ২য় সংখ্যা গরিষ্ঠ মারমা সম্প্রদায় লেখা পড়া উচ্চ শিক্ষা এখনো পিছিয়ে দেখা যায়। এ অরাজনৈতিক সংগঠন মধ্যে দিয়ে হাতি হাটি পাপা করে এগিয়ে নিয়ে যাবে। জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্রগ্রামে নৃ গোষ্ঠী যার যার ঐতিহ্য কে সংস্কৃতি রক্ষা করতে আহবান জানান। বিকাল ৩ টায় নিজের ঐতিহ্য সংস্কৃতি ভাষা মারমা গান পরিবেশন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২য় পর্ব বাঙ্গালহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি ম্যানেজিং কমিটি উদ্যােগের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শেষে স্থানীয় মেধাবী স্কুল ও ভার্সিটি পড়ুয়া শির্ক্ষাথীকে ৫ জনকে প্রধান অতিথি কাছ হতে ক্রেস্ট প্রদান করেন।