চাইথোয়াইমং মারমা স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের অটোসিএনজি ও মাহিন্দ্র চালক সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর ২০২৪ সকাল ৮ টায় অটোসিএনজি ও মাহিন্দ্র চালক সমবায় সমিতি নির্বাচন ভোট বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ টাউন হলে কেন্দ্রের শান্তি শৃঙ্খলা সুন্দর উৎসব মূখরিত পরিবেশের সমিতি সদস্যরা লাইনের সারিবদ্ধ ভাবে ভোট দিতে দেখা গেছে। এ সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্রা চালক সমবায় সমিতি নির্বাচন দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে বলে পরিচালনা কমিটি আহবায়ক গণমাধ্যম কে জানান। এ নির্বাচনের শান্তি শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর ও পুলিশ বাহিনী সহ নিরাপত্তার নিয়োজিত জন্য টহল জোরদার করা দেখা যায়। এ নির্বাচন পরিস্থিতি বিষয়ের এসআই মো:আবদুর রহমান বলেন, আমরা সুন্দর পরিবেশের শান্তি শৃঙ্খলা পরিবেশের তৎপর বজায় রাখার স্বার্থে সেনাবাহিনীর সহ পুলিশ বাহিনী নিয়োজিত আছি। যাতে এ নির্বাচনের অপ্রীতকর ঘটনা না ঘটে সুস্থ ভাবে শেষ করতে পারি এটা সকলে কাছে প্রত্যাশায় চাই। বাঙ্গালহালিয়া সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্রা চালক সমবায় সমিতি তে ৯ জন প্রার্থী পদে বিভিন্ন প্রতীকে নির্বাচনের অংশ গ্রহণ করেন।সভাপতি পদে কালামং মারমা আনারস মার্কায়, আনিজ তালুকদার চেয়ার মার্কায় মো: রবিউল আওয়াল ছাতা মার্কায় এ সভাপতি ৩ জন প্রতিদ্ধন্ধী করছে। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ২ জন মো: সবুর বই মার্কায় লিটন দাস দোয়াত কলম মার্কায় সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী মো: রাশেদ খান বাবু হরিণ মার্কায় সুমন সেন বল মার্কায় প্রতি দ্বন্ধি করছে। অর্থ সম্পাদক পদ প্রার্থী ২ জন মো: নাসির হোসেন মোরগ মার্কায় বিজয় ধর প্রজাপতি মার্কায় প্রতি দ্বন্ধি করছে। এ নির্বাচন ৭ বছর পর সুন্দর মূখরিত পরিবেশে স্বর্স্ফুট ভোটার ভোট দিতে দেখা যায়। প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রের দায়িত্বরত সানুমং মারমা গণমাধ্যম কে বলেন, সকাল ৮ টায় হতে বিকাল ৪ টায় পর্যন্ত একটানা চলবে পছন্দ মত প্রার্থীকে ভোট দিতে পারে, যাতে কোন সদস্য জাল ভোট দিতে না পারে আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রের নিয়োজিত রয়েছে। সিএনজি চালক ভোটার মো: শামসুল নুনসা বলেন, আমি দীর্ঘ ৭ বছর সুন্দর পরিবেশের ভোট দিতে পারে খুবই আনন্দিত হয়েছে। সার্বিক সহযোগিতায় করেন, বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা সমিতি সভাপতি মো: জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যম কে জানান, এবারে সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্রা সমবায় সমিতি নির্বাচন সুন্দর মূখরিত পরিবেশে ভোট দিতে দেখা গেছে। এ নির্বাচনের হাড্ডা হাড্ডি মধ্যে লড়াই ভোটার প্রার্থীরা পছন্দ ব্যক্তিকে মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে আগামীদিনের সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্রা সমবায় সমিতি টেকসই দুর্নিতী মুক্ত জবাব দিহিতা সমিতির উন্নয়ন এগিয়ে যাক সকলে আশাবাদী করছি। এ নির্বাচনকে এলাকার স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সমাজ সেবক বিভিন্ন দপ্তর কর্মচারী গ্রাম পুলিশরা সার্বিক সহযোগিতায় করতে দেখা যাচ্ছে। আজকে নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক যে নির্বাচিত হোক না কেন পছন্দ মত প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করে আগামীদিনের এসমিতি বিভিন্ন উন্নয়নের কার্য্যক্রম সুন্দর পরিবেশ পরিচালিত কাঠামো অগ্রগতি হোক এটা সকলে চাই।