বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মুহিতুল ইসলাম সুমন প্রমুখ।
বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও বুদ্ধিতে করণীয় বিষয়ে যার যার স্থান থেকে এগিয়ে আসতে হবে। আগামী এক সপ্তাহের কর্মসূচি সঠিক ভাবে পালনের মাধ্যমে একটি মৎসস্য সমৃদ্ধ দেশ তৈরিতে ভুমিকা রাখার আহবান জানান তারা।