নিউজার্সি প্রতিবেদক:
বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির কার্যকরী কমিটির অন্যতম সদস্য নৃপেন্দ্র কুমার পালের বড় ভাই সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিখিল পাল(৫৫) আর নেই।(ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু) স্বর্গীয় নিখিল পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির কার্য নির্বাহী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। নিউজার্সি প্যাটারসন থেকে সংবাদ পত্রে এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক জ্ঞাপনকরীরা হলেন বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশনের সভাপতি বিশ্বজিৎ দে বাবলু, সভাপতি প্রসূন কান্তি তালুকদার, সহসভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক মিল্টন দাশ, যুগ্ন সম্পাদক সিটি কমিশনার দ্বীপ্ত রায়, অর্থ সম্পাদক সঞ্জয় কান্ত দে, সাংগঠনিক সম্পাদক অরুন চক্রবর্তী, প্রচার সম্পাদক অপূর্ব সেন অপু, সাংস্কৃতিক সম্পাদক দেব দুলাল ভট্টাচার্য শুভ, কার্য নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এডভোকেট দর্পন কান্তি দে, এডভোকেট অশোক রঞ্জন দেব, দিবা দেব, নিবেদিতা মজুমদার, দিবাকর দাশ, মান্না চক্রবর্তী, বরুন কুমার দে, অনিক সেন, দিবাকর নাথ, গৌতম ঘোষ, টিটন তালুকদার, এডভোকেট রুপক, অমিত ভট্টাচার্য , কৌশিক দে, উপদেষ্টা পরিষদের সদস্য হরে কৃষ্ণ রায়, অলক চ্যাটার্জি, অনন্ত সেন, হিমু কাপালি, বনমালী দেবনাথ, সন্তোষ সেন।
বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশনের নিউজার্সির কার্যকরী কমিটির অন্যতম সদস্য নৃপেন্দ্র কুমার পালের বড় ভাই শ্রী নিখিল পাল বাংলাদেশ সময় গত মঙ্গলবার রাতে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।