স্পোর্টস ডেস্ক:আগামী আগস্টে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে সেই সফর স্থগিত হওয়ার জোর সম্ভাবনা আছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারতের কাশ্মীরের পেহেলগামে গত মাসে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। দুই দেশের মধ্যে এখন যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। তাছাড়া বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। সবমিলিয়ে এখন নাকি বাংলাদেশের রোহিতদের না পাঠানোর সম্ভাবনাই বেশি।
আজ শুক্রবার বিসিসিআইয়ের সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এ সফর পূর্বনির্ধারিত। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের না যাওয়ার সম্ভাবনা-ই বেশি।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এই দাবি করলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শঙ্কা আছে এশিয়া কাপ নিয়েও। ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। পেহেলগাম হত্যাকাণ্ডের পর ক্রিকেটপাড়ায়ও যে বড়সড় প্রভাব আসতে যাচ্ছে সেটি বলাই যায়।