বরিশাল প্রতিনিধি:
আগামী ৫ নভেম্বর বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিএনপি নেতাদের এই অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।
বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
বঙ্গবন্ধু উদ্যানে ৫ নভেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ২৩ অক্টোবর জেলা প্রশাসক বরাবর আবেদন করে বিএনপি। ওই দিন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খানসহ বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা কমিটির জ্যেষ্ঠ নেতারা লিখিত আবেদনটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ আবেদনটি গ্রহণ করেন।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, সোমবার (৩১ অক্টোবর) বেলা তিনটার দিকে জেলা প্রশাসক মুঠোফোনে কল করে নির্ধারিত স্থানে সমাবেশের অনুমতির বিষয়টি জানিয়েছেন।
বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে। বরিশাল মহানগর বিএনপি এর আয়োজক। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে গণসমাবেশ করেছে দলটি। এদিকে, গণসমাবেশ সফল করতে বিএনপি নেতারা সোমবার (৩১ অক্টোবর) নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন।