অনলাইন ডেস্ক:
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রলীগের সভাপতি সালিনা আক্তার ও সাধারণ সম্পাদক হাবিনা আক্তার সাইমুনের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা ইসলাম ও এক ছাত্রলীগ কর্মীর নির্যাতনে এক শিক্ষার্থী আহত হওয়ার পর সংঘর্ষের সূত্রপাত। রাত পৌনে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
কলেজ সূত্রে জানা গেছে, সংঘর্ষের খবর শোনার পর পুলিশ কলেজের মূল ফটকে অবস্থান নেয়। পরিস্থিতির অবনতি হলে পুলিশের একটি দল ভেতরে প্রবেশ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে ছাত্রলীগের একটি অংশ তখনো রুমে বদ্ধ অবস্থায় ছিল।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা তিলোত্তমা শিকদার বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি। থামানোর চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যে সব স্বাভাবিক হবে।
তবে এ ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পরে রাত ৩টা ৫০ মিনিটে চকবাজার থানা পুলিশ জানায়, কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। এতে তাদের দুজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।