আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (৩৮) নামে এক বাসের চালক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৪ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাসচালক বগুড়ার শেরপুর উপজেলার সড়ো গ্রামের জামাল হোসেনের ছেলে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার ৯ মাইল জামালপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে আর কে ট্র্যাভেলস এবং এ খালেক পরিবহন নামে যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আনোয়ার হোসেন (৪০) ও ওমর ফারুক নামে দুই চালক গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ খালেক পরিবহনের চালক মারা যান। অপর বাসের চালক আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আহত আনোয়ার হোসেন বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারপাড়া গ্রামের বাসিন্দা।
শাজাহানপুর থানার এসআই আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত দুই চালকের মধ্যে এ খালেক পরিবহনের চালক ওমর ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর বাসের চালক আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক।