বেল্লাল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে মরা গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক কসাই ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌর শহরের অর্জুনপুর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটি প্রামের ওছির ফকিরের ছেলে রাজা ফকির (৫৭) ও একই এলাকার মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ফকির (৪০)।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, মরা গরু জবাই করে সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলো, এমন সময় পুলিশের বিশেষ টহলে তারা আটকা পড়ে যায়। তাদের নিকট থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল দেয়া হয়েছে।