কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকার (ফোবানা) সাবেক দুই সদস্যকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
চলতি বছর অনুষ্ঠিত ৩৬তম ফোবানা সম্মেলনের শেষদিনে অনুষ্ঠিত ফোবানার সাধারণ সভায় সর্বসম্মতিতে ফোবানার উক্ত দুই সাবেক সদস্যকে ফোবানা থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃতরা হলেন- নিউইয়র্কের জাকারিয়া চৌধুরী এবং হিউস্টন টেক্সাসের রফিক খান। ফোবানার বর্তমান চেয়ারপার্সন ড. আহসান চৌধুরী হিরো এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নাহিদুল খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ফোবানার সংবিধানবিরোধী কর্মকাণ্ড, ফোবানার সুনাম ক্ষুণ্ন, ফোবানার মতো বৃহৎ অ্যাসোসিয়েশনকে নিজ স্বার্থে ব্যবহারের অপপ্রয়াসসহ নানান নিয়মবহির্ভূত কর্মকাণ্ড পরিচালনার মতো ঘৃণ্য কাজে সম্পৃক্ততার জন্য তাদের ফোবানা থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন সাধারণ সভায় উপস্থিত সদস্যরা।
গত ৪ সেপ্টেম্বর সাধারণ সভায় অংশগ্রহণ করেন উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আসা ফোবানার সদস্যভুক্ত ৬২টি সংগঠনের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী সব প্রতিনিধিই তাদের দুজনের ন্যক্কারজনক কাজের নিন্দা জানান এবং সমস্বরে তাদের আজীবন বহিষ্কারের দাবি তোলেন। উপস্থিত সবার দাবির ভিত্তিতেই জাকারিয়া চৌধুরী এবং রফিক খানকে ফোবানা থেকে আজীবন বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণ সভায় সর্বসম্মতিতে গৃহীত হয়।