মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,স্টাফ রিপোর্টারঃ
ফুলবাড়ী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের 2025-2026 সেশনের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ মার্চ দুপুরে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্প অধিদপ্তরের হল রুমে উপজেলার ইউনিয়নের ৬ টি যুব সংগঠনের ৩ জন করে মোট ১৮ টি ভোটারের প্রত্যক্ষ ভোট গ্রহণের মাধ্যমে উপজেলা ভিত্তিক ইয়ুথ প্লাটফর্মের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ২০২৫- ২৬ দুই বছরের মেয়াদে নির্বাচিত করা হয়েছে ১৪ টি ভোট পেয়ে আলোকিত কাশিপুর যুব সংগঠনের সভাপতি আনিসুর রহমান সভাপতি ও ৮ টি ভোট পেয়ে শিমুলবাড়ি আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোছাঃ মীম আক্তার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী,সিএনবি প্রকল্পের ফুলবাড়ী ইউনিয়নের ফিল্ড ফেসিলিটেটর আফরোজা আক্তার হ্যাপি, নাওডাঙ্গা ইউনিয়নের ফিল্ড ফেসিলিটেটর রনজিত রায়সহ আরো অনেকে।