July 9, 2025, 3:59 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ফিরতে চাইছেন রত্না, কিন্তু…

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, January 29, 2024
  • 114 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
সিনেমায় এক সময়ের ব্যস্ত নায়িকা রত্না। ইন্ডাস্ট্রিতে যখন শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমার দাপট চলছিল, তখন রত্নার আবির্ভাব। তিনিই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ নায়িকা। সেলিম আযম পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ। বিপরীতে ছিলেন ফেরদৌস। এরপর বাপ্পারাজ, রুবেল, অমিত হাসান, শাকিব খান’সহ আরও অনেক নায়কের সঙ্গে অভিনয় করেন। কিছু সিনেমা দর্শকপ্রিয়ও হয়েছে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন উচ্চতর ডিগ্রি।

এ নায়িকাকে এখন আর সিনেমায় দেখা যায় না। কারণ, সময়ের পরিক্রমা। একসময়ে পারিবারিক ব্যস্ততার কারণে ক্যামেরা থেকে দূরে সরে গিয়েছেন। তবে ইদানীং নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। কিন্তু পারছেন না। এখানেও সময়ের বিপত্তি। ঢাকাই ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্টরা কখনো সিনিয়রদের নিয়ে ভাবে না। তাদের মতো করে চরিত্র তৈরি করে না। তবে রত্নার ভাষ্য, ভালোলাগার মতো গল্প তিনি এখন আর তেমনটা পান না বলেই সিনেমায় কাজ করা হয়ে উঠছে না।

তবে রত্না যে একেবারেই বসে আছেন তা নয়। সর্বশেষ শুটিং করেছেন ‘কিশোর গ্যাংস্টার’ নামে একটি সিনেমার। এটি নির্মাণ করেছেন মোসাদ্দেক রহমান ফাগুন। এ ছাড়াও রত্না অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’ ও তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’। সিনেমায় খুব বেশি ব্যস্ততা না থাকলেও নাটকে নিয়মিত তিনি।

অভিনয়ে ফের নিয়মিত হওয়া প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘এরমধ্যে অনেক সিনেমাতেই কাজ করার প্রস্তাব এসেছে। কিন্তু একটি গল্পও ভালোলাগার মতো নয়। এখন আসলে কাজের জন্য কাজ করার পক্ষপাতি নই। যদি মনমতো না হয় তাহলে সিনেমাতে কাজ করার আগ্রহ নেই। কারণ এখন কাজ করতে হলে সবকিছু সামাল দিয়ে করতে হবে। যদি তাই করতে হয়, তাহলে সেরকম কাজই করতে চাই, যেন কষ্টটা সার্থক হয়।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102