বিনোদন ডেস্ক:
ফের ফিরছে গজনি। হ্যাঁ, ২০০৮ সালে আমির খান অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণী পরিচালক এ আর মুরগাদাস সমনামী তামিল ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এই ছবি। তামিল ছবিটিও দারুণ হিট হয়।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই এই ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক। খবর অনুযায়ী, ‘গজনি টু’ নিয়ে নাকি আমিরের সঙ্গে আলোচনাও করে ফেলেছেন পরিচালক।
২০০৮ সালে মুক্তি পায় আমিরের গজনি। বক্স অফিসে এই ছবি ১০০ কোটি টাকার ব্যবসা করে। একেবারে নতুন লুকে পর্দায় আসেন আমির। শোনা যাচ্ছে, পরিচালক এ আর মুরগাদাস একেবারে তৈরি ‘গজনি ২’-এর জন্য। এই ছবি তৈরি হবে মালায়ালম, তামিল, তেলুগু ও হিন্দিতে। খবর অনুযায়ী, আমিরকেই তিনি কাস্ট করতে চান। তবে অন্যদিকে নাম এসেছে দক্ষিণী তারকা সূর্যরও।
প্রসঙ্গত, সময়টা বড্ড খারাপ যাচ্ছে আমির খানের। আমির যা-ই করছেন তা নিয়েই বিতর্ক। তা নিয়েই প্রতিবাদ। তা নিয়েই বয়কটের ডাক। ‘লাল সিং চাড্ডা’র পর এবার আমিরের এক টিভি বিজ্ঞাপন নিয়ে শুরু হলো বিতর্ক। আমিরের এই বিজ্ঞাপনে হিন্দু বিয়ে দেখিয়ে নেটিজেনদের বিক্ষোভের মুখে পড়ল একটি ব্যাঙ্ক। বিজ্ঞাপনে দেখা গিয়েছে, বউ নয়, বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে আসছে খোদ বর। অভিযোগ, ওই বিজ্ঞাপন আসলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তবে নেটিজেনরা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, বিজ্ঞাপনের বিষয়বস্তু নয়, আমিরই আসল ‘কালপ্রিট’।
নেটিজেনদের মতে, আমির খান ইচ্ছে করেই এই বিজ্ঞাপন সই করেছেন। তিনি সুযোগ পেলেই হিন্দু রীতিনীতিকে নিয়ে ঠাট্টা করে থাকেন। এই প্রসঙ্গে অনেকে আবার টেনে নিয়ে এসেছেন আমির খানের পিকে ছবিকেও। বেশির ভাগই দাবি, হিজাব বা তালাক নিয়ে কখনোই এ ধরনের বিজ্ঞাপন হয় না আর সেখানে আমিরও থাকবেন না। অনেকে ব্যঙ্গ করে বলেছেন, এরপর আমির গলায় মঙ্গলসূত্র পরে ঘুরবেন এবং পরিবর্তনের কথা বলবেন।