আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি:দেশের উত্তর জনপদের সিমান্ত ঘেঁষা নদী ও বিল বেষ্টিত জনপদ নওগাঁর আত্রাইয়ে বসন্ত বাতাসে, ফজলি,লেংরা,খিরসা পাত, গোপাল ভোগ আমরূপালি হাড়িভাঙা, সহ বিভিন্ন জাতের আমের মুকুলে মৌ মৌ গন্ধে মন মাতোয়ারা।
উপজেলা জুড়ে খুব বেশি আমের বাগান না থাকলে ও প্রায় সবখানেই দেখা মিলবে আম গাছের ।
গ্রামীণ এ জনপদের আকাঁ বাঁকা সড়কের দু পাশ দিয়ে রয়েছে সারি সারি আম গাছ।আম দেশীয় ফলের মধ্যে অন্যতম সুস্বাদু একটি ফল যা কাঁচা ও পাকা যে কোন ভাবেই খেতে বেশ মজাদার ও পুষ্টিকর সহজলভ্য একটি ফল হওয়ায় বেশ জনপ্রিয়।
সরেজমিনে দেখা গেছে, গাছে গাছে ফুটেছে ফুল এর মাঝেই ভিন্ন এক শোভা ছাড়াচ্ছে আম গাছে আমের মুকুলে। প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে মৌ মৌ সুবাসিত মন মাতানো ঘ্রাণ।আমের মুকুলে সোনালী রং ধারণ করায় চারপাশ সেজেছে অপরুপ সাজে।
চলার পথে রাস্তায় দু পাশে যে দিকে চোখ যাবে সে দিকেই মিলবে মুকুল ভরা আম গাছের নয়নাভিরাম প্রাকৃতির দৃশ্য দেখলে হৃদয় ও মন জুড়িয়ে যায়।এই বসন্তে প্রকৃতিতে আমের মুকুলে ছড়িয়ে পড়েছে মন মাতানো মৌ মৌ গন্ধ।