লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিখ্যাত রামসার সাইট খ্যাত জীববৈচিত্র্যে ভরপুর টাঙ্গুয়ার হাওর রক্ষায় ” প্লাস্টিক দূষণ বর্জন করি, পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি” এই স্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ ফেব্রুয়ারি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিতি ছিলেন।
প্রায় শতাধিক স্কুল শিক্ষার্থী আজকের এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করে পরিচ্ছন্ন টাঙ্গুয়ার হাওর গঠনে অঙ্গীকার করেন।পর্যটন সমৃদ্ধ হাওরে প্রতি বছর প্রায় ৫ লক্ষাধিক পর্যটক এখানে ভ্রমনে আসেন। প্লাস্টিক বর্জ্যসহ নানান রকম মানববর্জ্যে হাওর দূষিত হচ্ছে। দূষণ প্রতিরোধে সকলকে আরো সচেতন হতে হবে। জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তাছাড়া জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ উদ্যোগে সিলেট বন বিভাগের সহযোগিতায় ৩০ হাজার হিজল, করচ বৃক্ষ টাংগুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় রোপন করা হয়।