বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণ ব্যবসা করে ইতিহাস গড়ল এবার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমা। দেশ ও দেশের এখনো দাপিয়ে ব্যবসা করছে ছবিটি। সিনেমাটি ব্লকবাস্টার হওয়ায় প্রযোজকের কাছ থেকে দামি গাড়ি উপহার পেলেন নির্মাতা হিমেল আশরাফ। ফেসবুক হ্যান্ডেলে বিষয়টি নিজেই জানিয়েছেন নির্মাতা।
ফেসবুকে গাড়ির একটি ছবি শেয়ার করে হিমেল আশরাফ লিখেন, প্রিয়তমার সাফল্যের জন্য এই গাড়ি উপহার দেওয়ায় ধন্যবাদ আরশাদ আদনান ভাইকে।
তিনি যে গাড়িটির ছবিটি পোস্ট করেছেন সেটা ২০২০ মডেলের টয়োটা অক্সিও গাড়ি। উপহার হিসেবে গাড়িটি পেয়ে আনন্দে ভাসছেন নির্মাতা। তার পোস্টে মন্তব্যের ঘরে সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন।
‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আরশাদ আদনান। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩৭ কোটির মতো উপার্জনের কথা জানানো হয়। সিনেমাটি এখনো যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে।
সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, সহিদ উন নবী প্রমুখ।