March 12, 2025, 4:00 am
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন সুনামগঞ্জবাসীর ন্যায্য দাবি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস উপদেষ্টার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, February 20, 2025
  • 10 দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরের নিকটবর্তী অঞ্চলে স্থাপনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠক করেছে বিশ্ব বিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটি ।
এসময় গেল ১৫ বছরে সুনামগঞ্জবাসী কীভাবে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছেন, তা তুলে ধরেন সুনামগঞ্জের কৃতি সন্তান বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি। এছাড়া বিশ্ব বিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের পক্ষ থেকেও তাকে নানা বিষয় অবহিত করেন কমিটির নেতৃবৃন্দ। পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত রাজধানীতে উপদেষ্টার দপ্তরে এই বৈঠক ও স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে প্রস্তাবিত তিনটি স্থান উল্লেখ করে বলা হয়, এইসব জায়গার যে কোনো একটিতে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস হলে কৃষিজ উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে কম। হাওর বিনষ্টের সর্বনাশা প্রক্রিয়ায় যেতে হবে না।
এসময় উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, দৈনিক সংগ্রামের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড. মহসিন রেজা মানিক, সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমন দ্দোজা আহমদ, বিএনপি নেতা আসম খালিদ প্রমুখ।
স্মারকলিপি গ্রহণের আগে উপদেষ্টা তার বক্তব্যে বলেন, আমি সুনামগঞ্জের বাসিন্দা। সুনামগঞ্জবাসীর সুখ দুঃখ, বেদনার অনেক কিছুই আমার জানা রয়েছে। আমি সুনামগঞ্জবাসির ন্যায্য দাবির প্রতি সহমর্মি, আপনাদের চেষ্টায় আমি সহযোগিতা করবো। যেখানে প্রয়োজন ন্যায্যতার কথা তুলে ধরবো। আমার দায়িত্ব পালনকালে সুনামগঞ্জের কোন অঞ্চলকে উন্নয়ন বৈষম্যের শিকার হতে দেব না।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102