গাজীপুর প্রতিনিধি :
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা শেষে প্রশাসনকে ময়দান বুঝিয়ে দিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা।
বুধবার বিকালে ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসে স্থাপিত গাজীপুর জেলা প্রশাসনের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে জেলা প্রশাসকের কাছে ময়দানের মাইক, লাইট, শামিয়ানার চটসহ যাবতীয় মালামাল বুঝিয়ে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিম, গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মাহবুব-উজ-জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) টঙ্গী জোন হাফিজুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদি হাসান দিপু, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ,আলম।
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের পক্ষে উপস্থিত ছিলেন- দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ময়দানের শীর্ষ মুরব্বি প্রকৌশলী শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ, ডা. মোহাম্মদ আব্দুস সালাম, ডা. রেজাউল করিম, প্রকৌশলী নূর মোহাম্মদ, হাজী মনির হোসেন, প্রকৌশলী তানভীর আহমেদ, মোহাম্মদ মিল্লাত হোসেন প্রমুখ।