ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
প্রবাসী বাহুবল ঐক্য পরিষদ ইউএই খরফাক্কানের অভিষেক ও সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর আমিরাতের খরফাক্কানে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ হারুনের সভাপতিত্বে এবং আবুল কালাম ও সাব্বিরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুলা আলি আল হমদির।
প্রধান বক্তা ছিলেন ৪নং বহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এমএ আজিজ উজ্জ্বল, হাজী তাজুল ইসলাম, মোহাম্মদ আলী আমজাদ, ডা. রব শোভন, আব্দুল রাকিব, মৌলদ হোসেন, মোহাম্মদ ইসমাইল, উপদেষ্টা রমিজ আলী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সেলিম তালুকদার, সৈয়দ আলী মানিক, মোহাম্মদ আবদুল হাই প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- আবুল কালাম আজাদ, সৈয়দ আলী মানিক, সাব্বীর আহমদ, আ. হাই, রমিজ আলী, সেলিম আহমদ তালুকদার ও মওলদ হুসেন। কুরাআন তেলাওয়াত করেন আব্দুল ওয়াহিদ।