অনলাইন ডেস্ক:
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিমান বন্দরের পর আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের উত্তেজনা চরম আকার ধারন করে নিউ ইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে আসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে বিএনপির বিক্ষোভ প্রতিবাদ ও আ.লীগের প্রতিরোধ নামে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে।
জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময়ে বাইরে আওয়ামী লীগ করবে শান্তি সমাবেশ, অপরদিকে বিএনপি ঘোষণা দিয়েছে প্রতিবাদ সমাবেশের। বিএনপির কর্মসূচির জন্যও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও জেএফকে বিমানবন্দর ও জাতিসংঘের সামনে সর্বত্র শান্তিপূর্ণ কর্মসূচির জন্য কর্তৃপক্ষের অনুমতি সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের পক্ষে ঘোষণা দেয়া হয়েছে, প্রতিবাদের নামে জামায়াত-শিবিরের প্ররোচণায় বিএনপি যদি কোনো অসভ্য-অগণতান্ত্রিক আচরণের চেষ্টা করে তাহলে তার সমুচিত জবাব দেয়া হবে।