বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :
আসন্ন নবগঠিত সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনেও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ ঘরানার মুহিবুর রহমান। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন।
বুধবার রাতে পৌর শহরে তার বাসার সামনে নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন।
জয়-পরাজয় বড় কথা নয়, নির্বাচন আসলেই তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশগ্রহণ করেন। হোক উপজেলা পরিষদ আর হোক সংসদ নির্বাচন। বিগত ১৯৮৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত তিনি ৩টি সংসদ নির্বাচন ও ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে দুবার উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন।
এবার তিনি নবগঠিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনেও প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মুহিবুর রহমান বলেন, আওয়ামী লীগকে মনের ভেতরে লালন করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি। কিন্তু কদমবুচি আর টাকা দিয়ে দলের টিকিট দৌড় আমি ভালো পারি না। এজন্যই আমি দল থেকে কোনো মনোনয়নও চাই না। জনগণ আমাকে পছন্দ করে তাই নিজের টিকিটেই নির্বাচনে প্রার্থী হই।