July 9, 2025, 3:46 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

পোশাক কারখানায় কাজ করতে গিয়ে অচেতন ১০ শ্রমিক, তদন্তে কমিটি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, March 13, 2025
  • 33 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশালে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন শ্রমিকরা। এ সময় অসুস্থ ১০ শ্রমিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা গেছে, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীর রামপুর এলাকায় জেওসি বিডি গার্মেন্টস কোম্পানি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতে যাওয়া শ্রমিকেরা বুধবার সকাল ১১ টার পর থেকে অসুস্থ বোধ করতে শুরু করেন এবং একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। এরমধ্যে ১৩ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে ১০ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা জানান, বুধবার সকাল ৭টা থেকে কারখানায় কাজ শুরু হলেও ১১টার পর হঠাৎ একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। দুপুরের পর আরও কয়েকজন এবং ইফতারের পর আরও কয়েকজন হঠাৎ অচেতন হয়ে পড়ে যেতে থাকলে কারখানা রাত ৮টার দিকে ছুটি দিয়ে দেয়। হঠাৎ নিশ্বাস বন্ধ হয়ে অচেতন হয়ে পড়লে সবাইকে হাসপাতালে আনা হয়।

কারখানাটির সেকশন ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ডিউটির চাপ একটু বেশি ছিল। রোজায় অনেকের শরীর দুর্বল ছিল। এ কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমদাদ উল্লাহ খান বলেন, শ্রমিকদের মাথা ঘুরছিল, রিমরিম করছিল এবং অতেচন হয়ে যাচ্ছিল। পরীক্ষা নিরীক্ষা করে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘মাস সাইকোলজিক্যাল ইলনেস’ থেকে শ্রমিকদের এমনটি হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ বলেন, কারখানায় কাজ করতে গিয়ে শ্রমিকেরা অসুস্থ হওয়ার ঘটনায় দুদিন কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা অসুস্থ হওয়ার ঘটনায় আজ আমরা তিন সদস্যের কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102