পাবনা প্রতিনিধি:
পাবনার সাদুল্লাহপুরে কৃষক আব্দুল কুদ্দুস হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে গত রাতে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রতিবেশী জোসনা খাতুন ও আকমাল কাজীসহ দুজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য আটককৃত জোসনাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার জোসনা সাদুল্লাহপুর ইউনিয়নের দড়িশ্রীকোল গ্রামের আবু সায়ামের স্ত্রী।
এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বড় ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত জোসনাকে গ্রেফতার দেখানো হয়েছে। আকমাল কাজী পলাতক থাকায় তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দড়িশ্রীকোল গ্রামের জোসনা ও পাশ্ববর্তী স্বরুপপুর গ্রামের আকমাল কাজীর পরকীয়া সম্পর্কে বাধা হন নিহত আব্দুল কুদ্দুস। পরকীয়ার বিষয়টি উভয় পরিবারকে জানালে এ নিয়ে পারিবারিক সালিশও হয়। এতে ক্ষুব্ধ হয়ে আকমাল কাজী দড়িশ্রীকোল গ্রামের আব্দুল কুদ্দুসকে হত্যা হুমকি দেন। এরপর গত মঙ্গলবার দুপুর থেকে কুদ্দুস প্রামাণিকের কোন খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। বিভিন্ন স্থানে খুঁজেও না পেয়ে বুধবার থানায় জিডি করেন তারা। নিখোঁজের দুদিন পর বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে খালের পাশে প্রতিবেশী খায়রুলের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।