স্পোর্টস ডেস্ক:ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার কারণে দুই দেশের সীমান্ত অঞ্চলগুলোতে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ভারতের প্রায় ১১টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রভাব পড়েছে চলমান আইপিএলেও।
আগামী ১১ মে পাকিস্তান সীমান্তবর্তী হিমাচল প্রদেশের ধর্মশালায় পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের হামলার শঙ্কায় এখানকার বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে বিসিসিআই। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
বিসিসিআইয়ের সূত্র জানায়, ‘ধর্মশালার বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে মুম্বাইতে নেওয়া হয়েছে।’
আগামীকাল বৃহস্পতিবার এই ধর্মশালার মাঠেই দিল্লি ও পাঞ্জাবের ম্যাচটি হওয়ার কথা। এরই মধ্যে সেখানে আছে দল দুইটি। এই ম্যাচটিও সরিয়ে নেওয়া হতে পারে। বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, ‘আগামীকাল দিল্লি ও পাঞ্জাবের মধ্যে হতে যাওয়া ম্যাচটি হওয়া নিয়েও শঙ্কা আছে। বিসিসিআই বুঝতে পারছে, ধর্মশালা সীমান্তের কাছে এবং বোর্ড সরকারের সঙ্গে কথা বলছে ও ম্যাচটি মাঠে গড়ানোর ব্যাপারে সংকেতের অপেক্ষায় আছে।’
ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে ওঠার পর শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমের, সিমলা, ধর্মশালা এবং জামনগরসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি বেসামরিক বিমানবন্দরে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে ভারত।