December 22, 2024, 6:49 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

পাকিস্তানকে হারালো ভারত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, October 23, 2022
  • 103 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :
পেসারদের দাপট, পর মুহূর্তে ব্যাটাররা চলে আসেন লাইমলাইটে, কখনও বোলারদের পরিমিতবোধ তো কখনও ব্যাটারদের বুঝেশুনে শট; এভাবে ক্ষণে ক্ষণে রঙ বদলেছে ভারত-পাকিস্তান ম্যাচের। হাইভোল্টেজ কিংবা টানটান উত্তেজনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচ শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতেছে ভারত। পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্য পেরোতে শেষ বল পর্যন্ত মোকাবিলা করতে হয়েছে রোহিত শর্মাদের।

পাকিস্তানের ইনিংসে আর্শদীপ সিং-ভুবনেশ্বর কুমারদের তোপের বিপরীতে ইফতিখার ঝড়, শান মাসুদের অ্যাঙ্করিং। ভারত ইনিংসে হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির ব্যাটিং প্রদর্শনী, ছিল হারিস রউফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদিদের ঝলকও। সব মিলিয়ে মেলবোর্ন স্টেডিয়ামে মঞ্চায়ন হয়েছে দারুণ এক ম্যাচের, বিশ্ব দেখেছে ভারত-পাকিস্তান দ্বৈরথ।

১৬০ রানের লক্ষ্য দিয়ে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন নাসিম শাহ। দলীয় দ্বিতীয় ওভারে তিনি ফেরান ওপেনার লোকেশ রাহুলকে। ৮ বল মোকাবিলায় মাত্র ৪ রান করতে সক্ষম হন রাহুল। চতুর্থ ওভারে হারিস রউফের বলে খোঁচা দিয়ে ক্যাচ ওঠান রোহিত শর্মা। সেই ক্যাচ ধরেন ইফতিখার আহমেদ। ইনফর্ম সূর্যকুমার ‘সূর্যকুমার’ স্টাইলে খেলতে শুরু করলেও ১০ বলে ১৫ রান করার পর হারিস রউফের বাউন্সারে পরাস্ত হন। অক্ষর প্যাটেল রানআউটের শিকার হন বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে।

এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন কোহলি-পান্ডিয়া মিলে। ১৬ ওভার পর্যন্ত তারা গড়েন ৭৫ রানের জুটি। কোহলি ৪৩ বলে তুলে নেন হাফসেঞ্চুরিও। পরের ৭ বলে ইনিংস রোটেট করে ফেলেন তিনি, স্কোর বোর্ডে একাই যোগ করেন ২৪ রান। ৩৬ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন পান্ডিয়া। কোহলি শেষ পর্যন্ত করেন ৮২ রান।

এর আগে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে তারা তুলতে সক্ষম হয় মাত্র ১ রান, তাও সেটি আসে ওয়াইড থেকে। পরের ওভার করার জন্য ভারত অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন তরুণ আর্শদীপ সিংয়ের হাতে। বল নিয়েই কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যান ২৩ বছর বয়সী পেসার। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। আর্শদীপ দলীয় চতুর্থ ওভার করতে এসে নেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট। ১১ বলে মাত্র ৯ রান করেন রিজওয়ান।
এরপর একপাশে শান মাসুদকে নিয়ে ইনিংস রোটেট করার চেষ্টা করেন ইফতিখার আহমেদ। দুর্দান্ত এক ইনিংসও খেলেন তিনি, তুলে নেন হাফসেঞ্চুরি। অক্ষর প্যাটেলের করা ১২তম ওভারে তিন ছক্কায় নেন ২১ রান। মোহাম্মদ শামির বলে আউট হওয়া ইফতিখারের ৩৪ বলে দুটি চার ও ৪টি ছয়ে করেন ৫১ রান। হার্দিক পান্ডিয়া নিজের তৃতীয় ওভারে ২ রান দিয়ে নেন শাদাব খান ও হায়দার আলির উইকেট। চতুর্থ ওভারে তার শিকার হন মোহাম্মদ নেওয়াজ। শাদাব ৫, হায়দার ২ ও নেওয়াজ করেন ৯ রান।

আর্শদীপ সিং আবার অ্যাটাকে আসেন ইনিংসের ১৭তম ওভারে। উইকেটে তখন ছিলেন হার্ডহিটার আসিফ আলি। আসিফ স্ট্রাইক দেন মাসুদকে, মাসুদ আবার আসিফকে। পরের বলেই সিংয়ের বলে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন আসিফ। ৩ বলে তিনি করেন ২ রান। শেষ দিকে দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন পাকিস্তান পেসার শাহিন আফ্রিদি। মাত্র ৮ বলে তিনি করেন ১৬ রান। একটি চারের পাশপাশি একটি ছয়ও হাঁকান তিনি।

ইনিংস ধরে খেলা মাসুদ শেষ পর্যন্ত ৪২ বলে করেন ৫২ রান। তার ইনিংসে ছিল ৫টি চারের মার। হারিস রউফ করেন ৬ রান। ভারতের হয়ে বাকিদের মধ্যে একটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102