April 4, 2025, 1:36 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

পাংশায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জয়লাভ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, June 24, 2023
  • 100 দেখা হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ও আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ।

শনিবার (২৪ জুন) বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মুখোমুখি হয় পাংশা উপজেলা ফুটবল একাদশ।

খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে পাংশা উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।

সরেজমিনে রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়,খেলা শুরু হবার আগেই মাঠ কানাই কানাই পূর্ণ।২০ টাকার টিকিট কেটে দলবেঁধে জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শকেরা খেলা দেখতে মাঠে ছুটে এসেছেন। শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও ব্যারিস্টার সুমনকে একনজর দেখতে মাঠে ভিড় করেছে।

খেলা দেখতে আসা দর্শক সাগর মন্ডল বলেন,ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আসছিলাম। পাংশা হেরে গেছে তাতে কোন দুঃখ নাই সুমনের দল জিতেছে তাতেই আমি খুশি।

অপর দর্শক আবদুল্লাহ বলেন, প্রায় ২০ বছর পর পাংশা উপজেলা জর্জ স্কুল মাঠে এতো বড় একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। প্রচুর ফুটবল প্রেমী দর্শক মাঠে খেলা দেখতে এসেছে। আমিও খেলা দেখে আনন্দিত। তিনি দাবি করেন প্রতি বছর এ ধরনের খেলা আয়োজন করার সেই সাথে একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।

পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,যুবলীগ নেতা ও আয়োজক কমিটির সদস্য শহীদুল ইসলাম মারুফ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত ও জনপ্রিয় মুখ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল টিম এই প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে।এ আয়োজন পাংশার ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।

খেলা শুরুর আগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন,পাংশায় এসে আমি অভিভূত।ফুটবল মানুষের প্রথম প্রেম। আজ আমি পাংশাতে ফুটবল খেলতে আসছি।পাংশায় এর আগে এতো মানুষ হয়েছে কিনা আমার জানা নাই।ফুটবলের প্রতি দেশ প্রেম থেকেই মানুষ খেলা দেখতে আসে। মাদক থেকে দেশকে মুক্ত করার এর থেকে ভালো উপায় আর নেই।

রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন আগামীতে নির্বাচিত হতে পারলে পাংশায় একটি স্টেডিয়াম নির্মাণ করে দেওয়া হবে।

প্রীতি ফুটবল ম্যাচে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম(এমপি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ,কালুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটু,বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মাসুদুর রহমান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102