পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের মধ্য দিয়ে খুলে দেয়া হলো রাজবাড়ীর পাংশা উপজেলার মডেল মসজিদ। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় মডেল মসজিদে অনুষ্ঠিত হয় ঈদ-উল আজহার জামাত।
এই ঈদের নামাজের জামাতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি সহ স্থানীয় মুসল্লিগণ। মডেল মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, এখন থেকে এই মডেল মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যাবে।
উক্ত ঈদের জামায়াতে ইমামতি করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম আবু মুসা আশয়ারী। উল্লেখ্য ১৬ মার্চ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই মডেল মসজিদটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু মসজিদের কাজ সম্পন্ন না হওয়ায় এতদিন নামাজ পড়া হয়নি।