ফরিদ আহমেদ পাটোয়ারী,পর্তুগাল থেকে
বাংলাদেশি হিন্দু অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা দিনব্যাপী দুর্গোৎসবের আয়োজন করা হয়। ৪ অক্টোবর পর্তুগালের লিসবনে এ আয়োজন করা হয়।
সূর্যোদয়ের পরপরই পূজার মাধ্যমে হিন্দুদের এই বড় উৎসব শুরু হয়। অতঃপর পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বণ্টন করা হয়। দিনের শেষে আরতির মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়।
শারদীয় দুর্গোৎসবে উপস্থিত ছিলেন- পর্তুগালে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, দ্বিতীয় সচিব আলমগীর হোসেন এবং দূতাবাসের হিসাবরক্ষক সামিউল ইসলাম। এছাড়া সংগঠনটির আমন্ত্রণে সাড়া দিয়ে নেপাল দূতাবাসের ২য় সচিব গিরিজা সুবেদী ও ইন্ডিয়ান দূতাবাসের ২য় সচিব প্রিতম শিবামূর্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়- এতে ধর্মীয় গান, নাচ এবং আবৃত্তি করা হয়।