চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে পরকীয়ার সন্দেহে নাসিমা আক্তারকে হত্যা করেছে তার স্বামী নাসির উদ্দিন (৪৮)। রোববার গভীর রাতে আনোয়ারা উপজেলার বারশত এলাকা থেকে পতেঙ্গা থানা পুলিশ ঘাতক নাসিরকে গ্রেফতার করে।
নাসির উদ্দিন উপজেলার বারশত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোতারপাড়া এলাকার বাসিন্দা। এর আগে রোববার গভীর রাতে নগরীর পতেঙ্গার বিজয়নগর এলাকার একটি বাসা থেকে নাসিরের স্ত্রী নাসিমা আক্তারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল পুলিশ।
পুলিশ জানায়, নিজ বাসা থেকে নাসিমা আক্তারের অর্ধগলিত লাশ উদ্ধারের পর পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় স্বামী নাসিরই স্ত্রীর ঘাতক। এরপর থেকে পুলিশ তাকে গ্রেফতারে অভিযানে নামে। রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাসিরের দ্বিতীয় স্ত্রী নাসিমা। নাসিরের আগের স্ত্রীর ঘরে তিনটি সন্তান রয়েছে। বছর দুয়েক আগে তিনি নাসিমাকে বিয়ে করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির পুলিশকে জানিয়েছেন, নাসিমার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এছাড়া নাসিরের বিরুদ্ধে নগরীর বন্দর থানায় ডাকাতি ও আনোয়ারা থানায় মাদক মামলা আছে। নাসির মাদকাসক্ত ছিল। বেশির ভাগ সময় স্ত্রীর টাকায় মাদক সেবন করতেন তিনি।
গত ২ ডিসেম্বর রাতে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে নাসির তার স্ত্রী নাসিমার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। এরপর ঘরে তালা মেরে পালিয়ে যান তিনি।
ডিসি (বন্দর) কবির আহম্মদ জানান, স্ত্রীকে খুনের অভিযোগে নাসির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাসাটি ছিল খুব নির্জন এলাকায়। ওখানে মানুষের যাতায়াত কম। তাই কেউ বুঝতে পারেনি। লাশ উদ্ধারের পর আমরা তার স্বামীকে খুঁজছিলাম। পরে গোপন সূত্রের ভিত্তিতে নাসিরকে তার বাড়ি আনোয়ারা থেকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে।