নিজস্ব প্রতিবেদক: আমেরিকা থেকে প্রকাশিত বেঙ্গল টাইমস এবং ভয়েজ অব নিউজার্সি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মাসুদ আলম চৌধুরী পবিত্র হজ পালন করতে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেঙ্গল টাইমস এবং ভয়েজ অব নিউজার্সি সকল প্রতিনিধিদের কাছে দোয়া চেয়েছেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় ৬টায় ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যোগে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
মাসুদ আলম চৌধুরী জানান, এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি এবং আমার পরিবারকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। তিনি আরো বলেন, ব্যস্ততার কারণে তিনি শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি শুভাকাঙ্খিসহ সকলের কাছে দোয়া কামনা করছেন।
উল্লেখ্য যে, এ বছরের হজ ফ্লাইট উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।
এবছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এদেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮ টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫,২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১,৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। এ বছর হাজীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা প্রদান করা হচ্ছে।