নেত্রকোনা প্রতিনিধি :বিভিন্ন পরিবহনে শ্রমিকদলের চাঁদাবাজি বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধনের প্রস্তুতিকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে অনে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
মানববন্ধনকারী চালক সৈয়দ শাহজাহান আহমেদ ও জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার সাবেক আহ্বায়ক হাবিবুর রহমানের অভিযোগ, বর্তমান শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে পরিবহনে ব্যাপক চাঁদাবাজি চলছে। এ নিয়ে তারিফুর রহমান রিপনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। কিন্তু এরপরও এই চাঁদাবাজি বন্ধ না হওয়ায় তারা মানবন্ধনের আয়োজন করে। যে কারণে ওই গ্রুপ মানববন্ধনে বাধা সৃষ্টি করে।
তবে এ সকল অভিযোগ ভিত্তিহীন মিথ্যা বলে দাবি করেন সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন। পুলিশ প্রত্যক্ষদর্শী ও উভয়পক্ষের সাথে কথা বলে জানা গেছে, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধনে দাঁড়ালে অভিযুক্ত রিপনের সমর্থকরা হামলা করে। মানববন্ধনের প্রস্তুতিকালেই এ ঘটনা ঘটে। হামলায় দুইপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে প্রেসক্লাবের সামনে মানুষের জটলা হয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীন কোন্দলের দ্বন্দ্ব নিয়ে একে অপরের বিরুদ্ধে মানববন্ধন করতে চাইলে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। বর্তমান সম্পাদক রিপনকে বাদ দিতে চায় এটি নিয়েই মূলত ঘটনা। তবে বড় ধরনের কিছু হয়নি। আমরা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মীমাংসা করে দিয়েছি।