নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় মাত্র ১২০ টাকায় চাকরি মিলল পুলিশে। ধাপে ধাপে পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ৫৫ জন নারী-পুরুষ পুলিশ কনস্টেবল হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার বিশেষ শাখার পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।
তিনি জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রায় ২৪০০ আবেদনকারীর শারীরিক সক্ষমতা যাচাইয়ে ৭টি স্তরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪৬৫ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রার্থীরা ১২০ টাকা সরকারিভাবে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করে লিখিত পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১২৪ জন উত্তীর্ণ হয়। সর্বশেষ জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে নিয়োগ বোর্ড মনস্তাত্বিকভাবে ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে। এরপর ৪৭ জন পুরুষ ও ৮ জন নারীসহ মোট ৫৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করে।
নিয়োগ বোর্ডে উপস্থিত সদস্যরা হলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মো. শাহীনুল ইসলাম ফকির, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাগর সরকারসহ জেলার সিভিল সার্জন কার্যালয়ের মনোনীত মেডিকেল অফিসার।