April 3, 2025, 8:35 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

নেত্রকোনায় কীটনাশক ছিটিয়ে বীজতলা নষ্ট করার অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, July 21, 2023
  • 106 দেখা হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার কলমাকান্দায় এক কৃষকের ক্ষেতে অতিরিক্ত আগাছানাশক ও কীটনাশক ছিটিয়ে ১ একরের বেশি জমির বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আশরাফুল আলম পাঁচ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় আভিযোগ দিয়েছেন।

ঘটনাটি উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের দক্ষিণ গোড়াগাও গ্রামে গত বুধবার ঘটলেও বৃহস্পতিবার থানায় মামলা দায়েরের পর শুক্রবার তথ্যটি প্রকাশ হয়েছে।
অভিযুক্তরা হলেন, লেংগুরা ইউনিয়নের দক্ষিণ গোড়াগাও এলাকার মো. খোরশেদ আলম (৫৮), মো. নুরুল ইসলাম (৪৩), রাসেল মিয়া(২৬), উত্তর গোড়াগাও গ্রামের অমিত হোসেন (২২), ছাব্বির হোসেন (২৫)।

লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার লেংগুরা ইউনিয়নের দক্ষিণ গোড়াগাঁও মাঠের ১ একর .৬০ শতক জমিতে ভুক্তভোগী কৃষক আশ্রাফুল আলম ১০ মণের বেশি ধানের বীজ বপন করেছিলেন। এই জমির বীজতলা দিয়ে ৩০ একর জমিতে ধান রোপণের লক্ষ্য ছিল তার। ২০ থেকে ২৫ দিন পর বীজতলার চারাগুলো জমিতে রোপণের উপযুক্ত হয়ে উঠত। এ অবস্থায় গত বুধবার সকালে দক্ষিণ গোড়াগাঁও গ্রামের খোরশেদ আলম ও তার লোকজন তার বীজতলায় অতিরিক্ত পরিমাণ আগাছানাশক ও কীটনাশক প্রয়োগ করে চারাগাছগুলো ঝলসে দেন। খোরশেদ আলমের সঙ্গে ক্ষতিগ্রস্ত বীজতলার মালিক আশ্রাফুল আলমের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও আছে।

অভিযুক্ত খোরশেদ আলম ও মো. নূরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় ঘটনার বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, বীজতলায় অতিরিক্ত আগাছানাশক ও কীটনাশক প্রয়োগ কারায় চারাগুলো নষ্ট হয়েছে।

তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আগাছানাশক ছিটিয়ে বীজতলা নষ্টের প্রমাণ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102