নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা থেকে ধান ভর্তি ট্রাক উধাও হওয়ার ১৫ দিন পর চাল ভর্তি ট্রাকটি উদ্ধার করেছে জেলা পুলিশ।
এ উপলক্ষে আজ সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় জেলা পুলিশ পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, গত ২৫ জুন নেত্রকোণা জেলা বারহাট্টা উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ (২৭) তার ঠাকুরাকোনা বাজারের ধান মহাল থেকে ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জে আলম অটোরাইস মিলে ট্রাক যোগে ২৩০ বস্তা (আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা) ধান প্রেরণ করে। কিন্তু পরবর্তী সময় নির্দৃষ্ট গন্তব্যে না পৌছায় এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করে।
অভিযোগের প্রক্ষিতে নেত্রকোণা মডেল থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা কাজে লাগিয়ে ট্রাক চালক গোলাম মোস্তফাকে সিরাজগঞ্জ থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে রবিবার (৯জুলাই) ভোর ৪টার দিকে ট্রাকটিকে (ঢাকা মেট্রো ট – ১৫- ২৮৬৫) রং পাল্টানোরত অবস্থায় জব্দ করে।
পরবর্তীতে একই দিনে দুপুর ১২টার দিকে ঢাকার আশুলিয়া ভান্ডারী অটো রাইস মিলে অভিযান চালিয়ে চোরাইকৃত ধান হতে রুপান্তরিত ২৫ কেজির ২শত ৮৭ বস্তা এবং ৫০ কেজির ৩৮ বস্তা চাল উদ্ধার করে।
তিনি আরও জানান, ট্রাক চালক গোলাম মোস্তফা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গোড়কা গ্রামের আবুল কাসেমের পুত্র। সংবাদ সম্মেলন তিনি সকল ধান ব্যবসায়ীদেরকে বিভিন্ন অটোরাইস মিলে ধান প্রেরণের আগে ট্রাক চালকের ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংরক্ষণ রাখার অনুরোধ জানিয়েছেন, তাতে করে এধরণের ঘটনা বহুলাংশে কমে আসবে।