নেত্রকোণা প্রতিনিধি:
বৃহত্তর ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ১৮ তারিখ থেকে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
নেত্রকোণা জেলা পূর্বধলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ আওয়াল, উপ সহকারী কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেন প্রমুখ।
এই মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।