নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে দলীয় নেতাকর্মী-সমর্থক ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে জেলা পরিষদে গিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ের দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীসহ বিশাল সমর্থক পরিবেষ্টিত হয়ে জেলা পরিষদ কার্যালয়ে যান তিনি। এ সময় জেলা পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরাও তার সঙ্গে ছিলেন। নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল হক জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে পৌঁছলে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, ডা. মজিবুল হাসান শাহীন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান সান্ত্বনা চক্রবর্তী, পূর্ব-ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। জেলা পরিষদের কর্মকাণ্ডে কোনো প্রকার অসচ্ছতা থাকবে না। জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কাম্য। আপনাদের সকলের সহযোগীতায় নীলফামারী জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এসময় জেলার উন্নয়নে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জানা যায় কয়েকদিনের মধ্যেই নব-নির্বাচিত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করবেন।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণ করে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তাকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা স্বাগত জানান।