মীরসরাই প্রতিনিধি:চট্টগ্রামের মীরসরাইয়ে ঝুঁকিপূর্ণ দুর্গম পাহাড়ি প্রবেশপথ মেলখুম ট্রেইলে ঘুরতে এসে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।বুধবার (৯ জুলাই) দুপুরে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানিয়েছেন মৃত তরুণরা হলেন- গালিব (২২) এবং হৃদয় (২২)। আহতরা হলেন- মোহাম্মদ মিয়া, রায়হান ও ফাহিম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুজন। মঙ্গলবার রাত হওয়ার পর তারা না ফেরায় বুধবার সকালে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে দুপুর আড়াইটায় তাদের উদ্ধার করা হয়। কিভাবে দুই তরুণের মৃত্যু হলো তা নিশ্চিত এখনো কেউ বলতে পারছে না। তবে ধারণা করা যাচ্ছে যেই দুর্গম এলাকায় গিয়েছে সেই এলাকাটি মানব চলাচলের জন্য এতটাই ঝুঁকিপূর্ণ যে বেশ কয়েকজন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর পর দুই বছর আগে থেকে সেখানে যাতায়াত ও ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছিল প্রশাসন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুর আড়াইটায় গালিব এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করি। এছাড়া আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, আহত অবস্থায় মোহাম্মদ মিয়া, রায়হান, ফাহিম নামে তিনজনকে হাসপাতালে আনা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, উক্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় না যাওয়ার বিষয়ে সতর্কতা ছিল, এরপর আর কেউ যেন নিষেধাজ্ঞা এড়িয়ে না যায় সেই পরামর্শ সবার জন্য।